
Aapn Fashion (আপন ফ্যাশন)-এর Terms and Conditions পেজে আপনাকে স্বাগতম!
আমাদের ওয়েবসাইট ব্যবহারের সকল নিয়মাবলী এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের ওয়েবসাইট ব্যবহারের আগে এবং অর্ডার করার আগে দয়া করে আমাদের Privacy Policy এবং Delivery & Return Policy পেজগুলো মনোযোগ সহকারে পড়ে নেওয়ার অনুরোধ রইল।
এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি এই মর্মে সম্মতি দিচ্ছেন যে, আপনি আমাদের সকল শর্তাবলী মেনে নিয়েছেন।
১. সাধারণ নিয়মাবলী (General Conditions)
আমরা যেকোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই কাউকে সেবা প্রদান থেকে বিরত থাকার অধিকার রাখি। আপনি সম্মতি দিচ্ছেন যে, আপনার দেওয়া তথ্য (ক্রেডিট কার্ডের তথ্য ছাড়া) এনক্রিপ্ট ছাড়া বিভিন্ন নেটওয়ার্কে স্থানান্তরিত হতে পারে। তবে পেমেন্ট সংক্রান্ত তথ্য সবসময় এনক্রিপ্ট করে সুরক্ষিত রাখা হয়।
২. পণ্যের মূল্য এবং পরিবর্তন (Product Pricing & Modifications)
আমাদের পণ্যের মূল্য যেকোনো সময় নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে।
আমরা যেকোনো সময় কোনো পণ্য বা সেবা বন্ধ বা পরিবর্তন করার অধিকার রাখি।
পণ্যের কালার বা ডিজাইন ওয়েবসাইটের ছবির সাথে বাস্তবের সামান্য (৫-১০%) পার্থক্য হতে পারে, যা লাইটিং বা ডিসপ্লের কারণে হয়।
৩. বিলিং এবং অ্যাকাউন্ট তথ্য (Billing & Account Information)
আমরা যেকোনো অর্ডার বাতিল বা সীমাবদ্ধ করার অধিকার রাখি। যদি কোনো অর্ডার বাতিল করা হয়, তবে আমরা আপনার দেওয়া ফোন নাম্বার বা ইমেইলে যোগাযোগ করার চেষ্টা করব। আপনার দায়িত্ব হলো অর্ডার করার সময় সঠিক এবং হালনাগাদ তথ্য (নাম, ঠিকানা, ফোন নাম্বার) প্রদান করা।
৪. নিষিদ্ধ ব্যবহার (Prohibited Uses)
আমাদের ওয়েবসাইট ব্যবহার করে নিচের কাজগুলো করা সম্পূর্ণ নিষিদ্ধ:
কোনো অবৈধ বা অনৈতিক কাজে ব্যবহার করা।
অন্যের মেধাসত্ত্ব (Copyright) লঙ্ঘন করা।
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা।
ভাইরাস বা ক্ষতিকারক কোড আপলোড করা।
৫. থার্ড পার্টি লিংক (Third-Party Links)
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের (যেমন: ফেসবুক, পেমেন্ট গেটওয়ে) লিংক থাকতে পারে। এই থার্ড-পার্টি সাইটগুলোর কন্টেন্ট বা সেবার দায়ভার Aapn Fashion বহন করবে না।
৬. দায়বদ্ধতার সীমাবদ্ধতা (Limitation of Liability)
পণ্যের ব্যবহার বা ব্যবহারে অক্ষমতার কারণে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য Aapn Fashion বা এর পরিচালক, কর্মচারী বা ভেন্ডররা দায়ী থাকবে না। তবে আমাদের ভুলের কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে আমরা এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী ব্যবস্থা নেব।
৭. শর্তাবলী পরিবর্তন (Changes to Terms and Conditions)
আপনি এই পেজে সবসময় আমাদের শর্তাবলীর লেটেস্ট ভার্সন দেখতে পারবেন। আমরা আমাদের ব্যবসায়িক প্রয়োজনে যেকোনো সময় এই শর্তাবলী আপডেট বা পরিবর্তন করার অধিকার রাখি।
৮. অতিরিক্ত আইনি শর্তাবলী (Additional Legal Terms)
আমাদের Terms and Conditions এবং সেবার মান বজায় রাখার স্বার্থে আরও কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো:
৮.১ একাউন্ট নিরাপত্তা (Account Responsibility): আপনি যদি আমাদের ওয়েবসাইটে কোনো একাউন্ট তৈরি করেন, তবে সেই একাউন্টের পাসওয়ার্ড এবং তথ্যের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনার একাউন্ট ব্যবহার করে করা যেকোনো কার্যক্রমের জন্য আপনি দায়ী থাকবেন।
৮.২ ইনডেমনিটি (Indemnification): আপনি সম্মতি দিচ্ছেন যে, আপনার দ্বারা Terms and Conditions লঙ্ঘনের কারণে যদি Aapn Fashion-এর কোনো ক্ষতি হয়, তবে আপনি তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
৮.৩ গভর্নিং ল (Governing Law): এই Terms and Conditions এবং আমাদের সকল কার্যক্রম বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। যেকোনো আইনি জটিলতা ঢাকা জজ কোর্টের এখতিয়ারভুক্ত হবে।
৮.৪ সেবার শর্ত (Service Availability): আমরা সবসময় আমাদের ওয়েবসাইট সচল রাখার চেষ্টা করি। তবে রক্ষণাবেক্ষণ বা কারিগরি কারণে ওয়েবসাইট সাময়িক বন্ধ থাকলে Terms and Conditions অনুযায়ী আমরা দায়ী থাকব না।
৯. মেধাসত্ত্ব ও কপিরাইট (Intellectual Property)
Aapn Fashion-এর ওয়েবসাইটে প্রদর্শিত সকল কন্টেন্ট, যেমন—লোগো, টেক্সট, গ্রাফিক্স, ছবি, ভিডিও, আইকন এবং সফটওয়্যার আমাদের নিজস্ব সম্পত্তি। আমাদের লিখিত অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো অংশ কপি, নকল, পুনরায় প্রকাশ বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ কপিরাইট আইন লঙ্ঘন করেন, তবে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার এবং ক্ষতিপূরণ দাবি করার পূর্ণ অধিকার রাখি।
১০. ব্যবহারকারীর মন্তব্য ও ফিডব্যাক (User Comments & Feedback)
আমরা সবসময় গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানাই। আপনি যদি আমাদের পণ্য বা সেবা সম্পর্কে কোনো মন্তব্য, রিভিউ বা পরামর্শ দেন, তবে আমরা সেটি আমাদের মার্কেটিং বা প্রচারণায় ব্যবহার করার অধিকার রাখি। তবে কোনো অশ্লীল, অপমানজনক, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বা বেআইনি মন্তব্য করা যাবে না। এমন কোনো মন্তব্য ওয়েবসাইটে প্রকাশিত হলে আমরা কোনো নোটিশ ছাড়াই তা মুছে ফেলার অধিকার সংরক্ষণ করি।
১১. অনিবার্য কারণবশত দেরি (Force Majeure)
Aapn Fashion সবসময় সঠিক সময়ে পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে প্রাকৃতিক দুর্যোগ (বন্যা, ঘূর্ণিঝড়), ধর্মঘট, রাজনৈতিক অস্থিরতা, মহামারী বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে যদি পণ্য ডেলিভারিতে অনাকাঙ্ক্ষিত দেরি হয়, তবে এই বিলম্বের জন্য আমরা দায়ী থাকব না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আমরা আপনার অর্ডারটি পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।
যোগাযোগ (Contact Information)
আমাদের Terms and Conditions সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন:
ফোন: +8809696799741
ইমেইল: support@aapnfashion.com
- ফেইসবুক: Aapn Fashion Facebook
ঠিকানা: Mirhajirbag, Dhaka-1204